অসমের গোলাঘাটে একটি হাতির বাচ্চা খাদে পড়ে যায়। তাকে উদ্ধার করে তার মা ও সঙ্গী। কাদার মধ্যে হাতির বাচ্চাটি পড়ে যায়। বাচ্চাটির মা ও তার সঙ্গী অনেক কষ্টে বাচ্চাটিকে খাদ থেকে তুলতে সক্ষম হয়। অসমের মোরাঙ্গি ও সুমনি চা বাগানে প্রায়ই খাদ্যের সন্ধানে ঘুরে বেড়ায় হাতির দল। প্রচুর ফসল নষ্টও করে। বেশ কিছু বাড়ি-ঘরও ভাঙচুর করে। স্থানীয় বাসিন্দারা চিন্তুায় থাকে সমসময়। সরকারের কাছে এর সমস্যার স্থায়ী সমাধান চায় এলাকার মানুষ।