শুক্রবার মহাকুম্ভে আজতক ধর্ম সংসদের মঞ্চে যোগ দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেখানে মহাকুম্ভ মেলা নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, 'প্রয়াগরাজ সনাতন ধর্মের বিশ্বাসীদের মিলনস্থল। সবাই আসতে পারেন। কিন্তু কেউ যদি নোংরা মানসিকতা আসেন, তাহলে তাঁদের সঙ্গে অন্য রকম ব্যবহার হতে পারে। যাঁরা নিজেদের ভারতীয় মানেন, ভারতের সনাতন পরম্পরাকে নিজেদের মানেন, অনেকের পূর্বপুরুষ অনেকে চাপে পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, তাঁরা অনেকেই ভারতের সনাতন ধর্ম ও ঋষিদের নিজেদের গুরু মানেন, যাঁরা বিশ্বাসে আঘাত করবে, তাঁদের ছেড়ে কথা বলা হবে না। মহাকুম্ভে সবাই আসতে পারেন। কারও সঙ্গে কোনও বিভেদ হবে না।'