'সন্ত্রাসবাদীরা বার্তা দিয়ে চায়, আমরা যাতে কাশ্মীরে না যাই। এটা হবে না। কাশ্মীরে আসবই'। পহেলগাঁও-কাণ্ডের পর কাশ্মীরে যাওয়ার কারণ জানালেন অভিনেতা অতুল কুলকার্নি। তাঁর কথায়,'প্রশাসন প্রশাসনের কাজ করবে। আমাদের ভয় পেলে চলবে না। কাশ্মীরে আসতে হবে'।