'এলন মাস্ক আজও এ দেশে স্বাগত। তবে চিনে গাড়ি তৈরি করে এ দেশে বিক্রি করা চলবে না।' আজতক অ্যাজেন্ডায় বললেন নিতিন গডকড়ি। পাশাপাশি তিনি আরও বলেন,'ভারতে পেট্রোল-ডিজেল আর লাগবে না। চাইছি আমদানি খরচ কমাতে। দেশের কৃষকরা গম, ধানের সঙ্গে প্রাকৃতিক জ্বালানির চাষও করবেন। ইথানল, হাইড্রোজোন গাড়ি চলবে।'