অ্যাজেন্ডা আজতকের মঞ্চে বিহারের সাংসদ চিরাগ পাসোয়ান। জীবনের নানা অজানা কথা ভাগ করে নিলেন। যাতে ঠাঁই পেল চ্যালেঞ্জ এবং সাফল্যের কথাও। কীভাবে লোকসভায় বিহারের 'গেম চেঞ্জার' হয়ে উঠলেন চিরাগ? কেন তাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'হনুমান' বলা হয়? সব কিছু নিয়েই মুখ খুললেন চিরাগ।