অ্যাজেন্ডা আজতকে (Agenda Aaj Tak 2024) শনিবার গৌতম আদানির (Goutam Adani) বিরুদ্ধে মার্কিন বিচার বিভাগের অভিযোগের বিষয়ে বারবার বিরোধীরা সংসদে আলোচনার জন্য চাপ দিচ্ছে। তা এড়াতেই কী সংসদ মুলতুবি করে দেওয়া হচ্ছে? এই প্রশ্নের জবাব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।