ওয়াকফ বিল নিয়ে মোদী সরকারকে নিশানা করলেন এআইএমআইএম নেতা আসাউদ্দিন ওয়েসি। তিনি বলেন,'এই আইন দিয়ে মুসলিমদের ভয় দেখানো যাবে না। ওয়াকফ এক ইঞ্চি জমিও মোদী বা বিজেপি ছিনিয়ে নিতে পারবে না। এই কালা কানুন দিয়ে মুসলিমদের দরগা, মসজিদ ছিনিয়ে নেওয়া যাবে না'।