ভারতীয় বায়ুসেনার সাহসী ও নিখুঁত হামলা দেশের মনে বায়ুসেনার আক্রমণাত্মক শক্তির গর্ব ফিরিয়ে এনেছে । বুধবার হিন্ডন এয়ারবেসে আয়োজিত ৯৩তম বায়ুসেনা দিবসে এমনই মন্তব্য করলেন এয়ার চিফ মার্শাল এ. পি. সিং। তিনি বলেন, অপারেশন সিঁদুর শুধুই একটি সেনা অভিযান নয়, এটি দেখিয়েছে ভারতীয় বায়ুসেনা প্রতিরক্ষা ও আক্রমণ, দু’ক্ষেত্রেই সমান পারদর্শী। এবছরের থিম ছিল ‘সক্ষম, শক্তিশালী, আত্মনির্ভর ভারতীয় বায়ুসেনা।’ অপারেশন সিন্ধুরের বীর যোদ্ধাদের উৎসর্গ করেই এবারের বায়ুসেনা দিবস পালন করা হয়। অনুষ্ঠানে সাহসিকতা ও বীরত্বের জন্য মোট ৯৭টি পুরস্কার প্রদান করা হয়েছে। বায়ুসেনা প্রধান বলেন, এই অভিযান প্রমাণ করেছে, ভারতীয় বায়ুসেনা শুধু আকাশ রক্ষা নয়, প্রয়োজন হলে নির্ভুলভাবে শত্রুকে আঘাত হানতেও সক্ষম।