জয়ের সেলিব্রেশন হয়। সংঘর্ষবিরতির নয়। দুনিয়ার কোথাও সংঘর্ষবিরতির উদযাপন হয় না। বিজেপির তিরঙ্গা যাত্রা নিয়ে কটাক্ষ সপা সুপ্রিমো অখিলেশ যাদবের। তাঁর কথায়,'বিজেপির লোকেরা মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন। তবে সাধারণ মানুষ সবক শেখাবে এদের'।