তেলুগু অভিনেতা আল্লু অর্জুনকে হায়দরাবাদের চিক্কদপল্লী থানায় পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। 'পুষ্প 2: দ্য রাইজ'-এর প্রিমিয়ারের সময় পদদলিত হয়ে ৩৫ বছর বয়সী এক মহিলার মৃত্যুর ঘটনা ঘটে এই মাসের শুরুর দিকে শহরের সন্ধ্যা থিয়েটারে। সেই ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে অল্লুকে। অর্জুনের বাবা আল্লু অরবিন্দ তাকে নিয়ে থানায় যান। ডিসেম্বরের ৪ তারিখ পুষ্প 2-এর স্ক্রিনিংয়ের সময় পদদলিত হন এক মহিলা। এই ঘটনায় অর্জুনকে মঙ্গলবার পুলিশের সামনে হাজির হওয়ার জন্য একটি নোটিশ জারি করা হয়েছিল। তাকে সকাল ১১ টায় হাজির হতে বলা হয়েছিল। অভিনেতা আগেই বলেছিলেন যে তিনি তদন্তে সহযোগিতা করবেন।