'আটের দশকের গোড়ার দিকে প্রধানমন্ত্রীর সঙ্গে আমার দেখা হয়েছিল। সঙ্ঘের একটি অনুষ্ঠানের প্রস্তুতির জন্য উনি এসেছিলেন। আরএসএসের আদর্শ ও দেশবদলের কথা বলেছিলেন। আমি তখন সঙ্ঘের স্বয়ংসেবক ছিলাম'। মোদীর সঙ্গে প্রথম সাক্ষাৎ নিয়ে বললেন অমিত শাহ।