ওয়ানাডে মৃত্যুমিছিলের জন্য কেরল সরকারকে কাঠগড়ায় তুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যসভায় তিনি অভিযোগ করলেন,'৭ দিন আগে ভূমিধসের সতর্কবার্তা থাকা সত্ত্বেও কেরল সরকার কেন মানুষকে নিরাপদ স্থানে সরাল না!' তাঁর প্রশ্ন,'কেন আগাম সতর্কবার্তা সত্ত্বেও মানুষকে অন্যত্র সরাল না রাজ্য সরকার? এত লোক কীভাবে মারা গেল?' এ দিন রাজ্যসভায় অমিত শাহ বলেন,'২৩ জুলাই আমার অনুমতি নিয়ে ৯ দলের বিপর্যয় মোকাবিলা দল কেরলে রওনা দিয়েছিল। কারণ সেখানে ভূমিধসের আশঙ্কা ছিল। ভারত সরকার বিমানে এনডিআরএফ-র দল পাঠিয়েছিল। কেরল সরকার কী করছিল? কেন মানুষকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়নি?