'প্রধানমন্ত্রী অফিসেই আছেন। ওঁকে শুনতে চান? আরে আমিই বলে দিচ্ছি, কেন খামোখা প্রধানমন্ত্রীকে ডাকছেন? আরও কষ্ট হবে। বুঝতে পারছেন না!' রাজ্যসভায় বিরোধী সাংসদদের হইহট্টগোলের সময় বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।