করমণ্ডল এক্সপ্রেস। হাওড়া থেকে দক্ষিণ ভারতে পৌঁছনোর অন্যতম গুরুত্বপূর্ণ এই এক্সপ্রেস ট্রেন। বহু মানুষ চিকিৎসার জন্য এরাজ্য থেকে দক্ষিণ ভারতে পৌঁছতে এই ট্রেনকেই বেছে নেন। 1977 সালের 6 মার্চ প্রথমবার যাত্রা শুরু করে এই ট্রেন। পশ্চিমবঙ্গ, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর ভিতর দিয়ে যায় এই ট্রেন। চেন্নাই যাওয়ার জন্য করমণ্ডল এক্সপ্রেসকেই বেছে নেন বহু মানুষ কারণ চেন্নাই মেলের তুলনায় কম সময়ে গন্তব্যে পৌঁছনো যেত এই ট্রেনে। তবে এই প্রথমবার নয়। এর আগেও আরও 5 বার দুর্ঘটনার কবলে পড়ে 46 বছরের পুরনো এই করমণ্ডল এক্সপ্রেস। 15 মার্চ, 2002 সালে যে দুর্ঘটনাটি ঘটেছিল করমণ্ডল এক্সপ্রেসে, সেই দিনটাও ছিল শুক্রবার।