অটো টিউন নিয়ে এবার মুখ খুললেন অরিজিত্ সিং। তিনি বলেন 'গায়ক নন, এমন কাউকে অটো-টিউন দিয়ে গায়ক বানানো যাবে না। ব্যাপারটা এরকম নয় যে, কিছু একটা গেয়ে, তাতে অটো-টিউন লাগিয়ে দিলেই গান হয়ে যাবে, এটা সম্ভব না। এ আর রাহমানের গান আমাদের এতো পছন্দ; তিনিই প্রথম অটো-টিউনের ব্যবহার শুরু করেছিলেন। খুব সূক্ষ্মভাবে, সুরের সঙ্গে ব্যবহার করতেন। এর মাধ্যমে অনেক শিল্পীর গানই সুন্দর হয়ে উঠেছে।' তিনি জানান তিনি অটো টিউনের বিরুদ্ধে নন। তার কারন হিসাবে তিনি জানান 'একজন শিল্পী গান গাওয়ার সময় খুব আবেগ দিয়ে গেয়ে থাকেন। এ কারণে সুরের সঙ্গে একেবারে পারফেক্ট হয় না, একটু নড়চড়ে হয়।