এ দেশে আই লভ মোদী বলা যাবে। কিন্তু আই লভ মহম্মদ বলা যাবে না। নরেন্দ্র মোদীকে আক্রমণ শানালেন এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। সেই সঙ্গে সম্ভলের মসজিদ ভাঙা নিয়েও প্রশ্ন তুলেছে ওয়াইসি।