'আমাদের একটা চিকেনস নেক। বাংলাদেশের দুটো চিকেনস নেক আছে। আমাদের একটা চিকেন নেকে হামলা চালাব'। বাংলাদেশকে পাল্টা দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন,'ভারত শক্তিশালী দেশ। অপারেশন সিঁদুরে তার আভাসও মিলেছে। বাংলাদেশ ছোট দেশ। ভারতের সঙ্গে কোনও তুলনা হয় না'।