বর্ষার আগমনের সাথেই অসমে আবারও নদীতে বান আসা শুরু হয়ে গেছে। লখীমপুরে বানের জেরে নদীর ওপরে তৈরী এক কাঠের পুল ভেঙে পড়েছে। সমস্যায় পড়েছেন তিন হাজারেরও বেশি মানুষ।