ত্রিপুরার মাটিতে প্রচারে গিয়ে ফের অস্বস্তিতে সদ্য পদ্ম শিবির ছেড়ে ঘাসফুল শিবিরে যাওয়া বাবুল সুপ্রিয়। এবার অস্বস্তির কারণ হয়ে দাঁড়ালো তাঁরই গাওয়া গান। ত্রিপুরায় তৃণমূলের সভা চলাকালীন ঠিক তার পাশেই বিজেপির জন্য বাবুল সুপ্রিয়র গাওয়া তৃণমূল বিরোধী গান চালিয়েই প্রচার সারলেন বিজেপি কর্মী সমর্থকরা। শুনুন, এই নিয়ে কি বললেন খোদ বাবুল সুপ্রিয়।