বালেশ্বর ট্রেন দুর্ঘটনা স্মোক আর্টে তুলে ধরলেন ময়ূরভঞ্জের এক শিল্পী। সমরেন্দ্র বেহেরা একটি কেরোসিন ল্যাম্পের ধোঁয়া ব্যবহার করে ফুটিলেন ট্রেন দুর্ঘটনার ছবি। বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় ২৮৮ জনের মৃত্যু হয়েছিল। আহত প্রচুর। সেই দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই প্রচেষ্টা শিল্পী সমরেন্দ্র বেহেরার।