ওড়িশার ট্রেন দুর্ঘটনার ৫১ ঘণ্টা পর চালু হল ট্রেন চলাচল। ক্ষতিগ্রস্ত লাইন মেরামত করা হয়ে গেছে। লাইনের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে ভয়াবহ দুর্ঘটনার ক্ষত চিহ্ন। ধীরে ধীরে যাত্রীবাহী ট্রেন পার হচ্ছে ট্র্যাজেডির জায়গা দিয়ে। ট্রেনের যাত্রীদের আতঙ্ক ভরা উৎসুক মুখ উঁকি মারছে ট্রেনের জানলা দিয়ে। হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসও আস্তে আস্তে ওড়িশার বালাসোর পেরিয়ে যায়। সময় সব কিছু ভুলিয়ে দেয়। আবার ট্রেন চলবে এই পথে। স্বাভাবিক হবে জীবন। শুধু এই দুর্ঘটনায় চিরদিনের মতো হারিয়ে গেলেন যারা তাদেরকে ভুলতে পারবে কী তাদের কাছের মানুষরা।