BBC ডকুমেন্টারি বিতর্কের মধ্যেই শনিবার এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য। প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, কোন না কোনও অজুহাতে দেশে জনগণের মধ্যে বিভেদসৃষ্টির চেষ্টা করা হচ্ছে। কিন্তু এসব প্রচেষ্টা সফল হবে না। দিল্লির কারিয়াপ্পা ময়দানে ন্যাশনাল ক্যাডেট কর্পস (NCC)-র সমাবেশে ভাষণ দেওয়ার সময়, প্রধানমন্ত্রী মোদী বলেন যে ঐক্যের মন্ত্রই ভারতের শ্রেষ্ঠত্ব অর্জনের একমাত্র উপায়। দেশকে বিভক্ত করার অপচেষ্টা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, “দেশ ভাঙার অজুহাত খোঁজা হচ্ছে। বিভিন্ন ভ্রান্তি মূলক বিষয়ে মা ভারতীর সন্তানদের মধ্যে ফাটল সৃষ্টির চেষ্টা চলছে। " তিনি বলেন, এত প্রচেষ্টা সত্ত্বেও ভারতের জনগণের মধ্যে কখনোই বিভেদ সৃষ্টি হবে না। প্রধানমন্ত্রী বলেন, “এমন প্রচেষ্টা সত্ত্বেও, ভারতের জনগণের মধ্যে কখন বিভেদ থাকবে না। মায়ের দুধে কখনো বিভেদ থাকতে পারে না। "