বিশ্বের অন্যতম প্রথম সারির বিমান প্রস্তুতকারী সংস্থা এয়ারবাসের থেকে 500টি বিমান কিনছে ভারতের বিমান পরিবহণ সংস্থা indigo.সামরিক বিমান পরিবহণের ক্ষেত্রে এই চুক্তিকে এ পর্যন্ত হওয়া সবথেকে বড় চুক্তি বলে উল্লেখ করেছে এয়ারবাসয। 2030 সালের মধ্যে ধাপে ধাপে এই বিমানগুলি indigo কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে এয়ারবাস সংস্থা। এয়ার বাসের A-320 মডেলটির বরাত দিয়েছে INDIGO.এর আগে এয়ারবাসের থেকে 470 টি বিমান কিনেছিল AIR INDIA. এই চুক্তির ফলে সেই ডিলকে পিছনে ফেলে এগিয়ে গেল INDIGO.যদিও ইঞ্জিনের নির্মাণ এখনও হয়নি বলেই জানিয়েছে INDIGO.A-320 নাকি A321এয়ারবাসের ইঞ্জিন নেওয়া হবে সেটা পরবর্তীকালে জানানো হবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে।19 জুন প্যারিস এয়ার শোতে বিমান কেনার ব্যাপারে এই চুক্তি সাক্ষরিত হয়। উপস্থিত ছিলেন INDIGO ও AIRBUS সংস্থার শীর্ষ আধিকারিকরা। এর আগে অবশ্য AIRBUS এর থেকে 480 টি বিমান কিনেছিল INDIGO.এবারের সেই ডিলের ফলে INDIGO-র হাতে বিমান সংখ্যা দাঁড়াল 1330 টি। 2030 থেকে 2035 সালের মধ্যে বিমানগুলিকে ধাপে ধাপে সরবরাহ করা হবে। এই চুক্তির ফলে যাত্রীপরিবহণের ক্ষেত্রে নতুন দিক খুলে গেল বলেই মনে করছে INDIGO. অপেক্ষাকৃত সস্তার বিমান সংস্থা হিসাবে পরিচিত INDOGO-র টিকিটের দাম এই চুক্তির ফলে বাড়ে কিনা তা নিয়েও শুরু হয়েছে জল্পনা। কারণ AIRBUS সংস্থার বিমানের ভিতরে যাত্রী স্বাচ্ছন্দের বিষয়টি মাথায় রেখে এই জল্পনা আরও মাথাচাড়া দিয়েছে।