নীতীশ কুমারের নেতৃত্বাধীন NDA জোটের বিপুল জয়ে JDU দফতরের বাইচ্ছে উচ্ছাস। উঠল, 'নীতীশ কুমার জিন্দাবাদ' স্লোগান। পড়ল 'টাইগার অভি জিন্দা হ্যায়' স্লোগান। লাড্ডু বিলি করা হচ্ছে দফতরের বাইরে। ফাটছে বাজি, উড়ছে আবির।