বিহারের উপমুখ্যমন্ত্রী এবং লখিসরাইয়ের BJP প্রার্থী বিজয় কুনার সিনহা বলেন, 'আমরা যা ভেবেছিলাম, ফল তেমনই হচ্ছে। বিহারের মানুষ নীতীশ কুমার এবং নরেন্দ্র মোদীর উপর যে ভরসা রেখেছেন তা দেশকে নয়া দিশা দেখাবে। কোনও কিছু ভাবনাচিন্তা ছাড়াই আপ্পু ও পাপ্পু পাগলামি করে গিয়েছে। ফলে কেউ তাঁদের সিরিয়াসলি নেয় না। এক্সিট পোলের থেকেও ভাল ফল হবে আমাদের।'