বিহারের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী এবং আরজেডি নেতা তেজস্বী যাদবকে দেখা গেল ব্যাট হাতে। কাটিহারে \'জন বিশ্ব যাত্রা\' চলাকালীন কিছু মজা করতে দেখা যায় তাঁকে। তিনি ক্রিকেট খেলতে ব্যাট হাতে নেমে পড়েন। যদিও ভিডিওতে দেখা যায় বল ব্যাটে লাগাতেই পারলেন না তিনি।