মুর্শিদাবাদে বাবরি মসজিদ ঘিরে সুর চড়াচ্ছে বিজেপি। ২০২৬ সালের নির্বাচন যত এগিয়ে আসছে, বঙ্গ রাজনীতিতে মুর্শিদাবাদ নিয়ে চর্চা তুঙ্গে। তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বাবরি মসজিদ শিলান্যাস ঘোষণা নিয়ে বিজেপি সাংসদ শুধাংশু ত্রিবেদী সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বললেন, 'পশ্চিমবঙ্গের পরিস্থিতি খুবই খারাপ। মুর্শিদাবাদে তৃণমূলের নেতা হুমায়ুন কবীর বলেছেন, তিনি নাকি আবার বাবরি মসজিদ তৈরি করবেন। INDI জোটের নেতারা এ বিষয়ে হয় চুপ করে আছেন, নয়তো পরোক্ষভাবে সমর্থন দিচ্ছেন। তাহলে নির্বাচনকে সামনে রেখে তৃণমূল এবং কংগ্রেস কী ধরনের পরিবেশ তৈরি করতে চাইছে? ২০০৫ সালে মমতা বন্দ্যোপাধ্যায় সংসদে রেগে গিয়ে স্পিকারকে ফাইল ছুড়ে মেরেছিলেন, কারণ তাঁকে বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে আলোচনা করার অনুমতি দেওয়া হয়নি। আমি তৃণমূলকে জিজ্ঞেস করতে চাই, তখন কি মমতাজি ঠিক ছিলেন, নাকি এখন ঠিক আছেন?'