আধার কার্ড। ভারতীয় নাগরিকদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে নতুন পাসপোর্ট বা প্যান কার্ডের আবেদন করার ক্ষেত্রে এই আধার কার্ড খুবই প্রয়োজনীয় একটি নথি। এই আধার কার্ডে থাকে আঙুলের ছাপ, চোখের আইরিশ, বাড়ির ঠিকানা, মোবাইল নম্বর-সহ ব্যক্তিগত সব তথ্য। এই কার্ডেই থাকে 12 ডিজিটের একটি ইউনিক নম্বর। যা UID নামেও পরিচিত। এখন আবার UID এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনি পিভিসি আধার কার্ডের জন্যও আবেদন করতে পারেন।