নরেন্দ্র মোদি যে গোটা বিশ্বে কতটা প্রভাব ফেলেছেন তা আর নতুন করে বলতে হবে না। এবার কানাডাও নরেন্দ্র মোদির ভয়ে রীতিমতো সিটিয়ে গিয়েছে তা বলা যেতেই পারে। কারণ এবার ভারতের বিরুদ্ধে যেসব ভয়ঙ্কর অভিযোগ তুলে ছিল ট্রুডোর দেশ তা থেকে পুরো একশো শতাংশ ঘুরে গেল। মানে আর ভারতের বিরুদ্ধে শয়তানি করার সুযোগই পেল না কানাডা। বলা যেতেই পারে যে ভারত রীতিমতো ঠান্ডা করে দিল কানাডাকে। এবার আশি কী কারণে কানাডা এই কাণ্ড করল। মানে ভারতের কাছে মাথা নামিয়ে দিল।