মালদহ জেলার সুকদেবপুর এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটা তারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। কেন্দ্রীয় পূর্ত সড়ক বিভাগ এবং বিএসএফের সহযোগিতায় সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরি করার কাজ চলছিল। হঠাৎ এসে বাধা দেয় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (BGB)। ঘটনার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তবে এর সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in। বিজিবি-র বাধার ফলে কাজ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সীমান্তের ওপারে ভিড় জমান বাংলাদেশিরা। এদিকে পাল্টা এদিকের এলাকার মানুষজনও জড়ো হতে শুরু করেন। কালিয়াচক ৩ নম্বর ব্লকের লোকজন ঘটনাস্থলে পৌঁছায়। সব মিলিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সরকারি নির্দেশ অনুযায়ী, সীমান্তে উন্মুক্ত স্থানগুলিতে বেড়া দেওয়ার কাজ চলছিল।