পঞ্চমবার কেন্দ্রীয় বাজেট পেশ অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। প্রতিবারই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কী শাড়ি পরেন, তার উপরে সকলের নজর থাকে। এবারের বাজেটেও লাল শাড়িতেই দেখা গেল অর্থমন্ত্রীকে। অর্থমন্ত্রীর শাড়ি ছিল সিল্কের। কালো ও সোনালি পাড়ের লাল রঙের শাড়ি। ২০২২ সালে অর্থমন্ত্রী পরেছিলেন লাল-বাদামি রঙের হ্যান্ডলুম সিল্ক শাড়ি। ২০২১ সালে অর্থমন্ত্রীকে দেখা দিয়েছিল দক্ষিণ ভরতের পোচমপল্লী হ্যান্ডলুম শাড়ি। ২০২০ সালের বাজেটে লালের বদলে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পরেছিলেন হলুদ রঙের শাড়ি। ২০১৯ সালে প্রথমবার কেন্দ্রীয় বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেবার তিনি উজ্জ্বল গোলাপী রঙের মঙ্গলগিরি শাড়ি পরেছিলেন।