বুধবার কেদারনাথ এবং হেমকুণ্ড সাহিবে রোপওয়ে প্রকল্পে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এর ফলে সুবিধে হবে তীর্থযাত্রীদের। উত্তরাখণ্ডের সোনপ্রয়াগ থেকে কেদারনাথ (১২.৯ কিমি) এবং গোবিন্দঘাট থেকে হেমকুণ্ড সাহেবজি (১২.৪ কিমি) পর্যন্ত রোপওয়ে নির্মাণ করা হবে। পিপিপি মডেলে তৈরি হবে জোড়া প্রকল্প।