'সন্ত্রাসবাদকে শেষ করতেই সেনায় যোগ দিয়েছিলেন আমার স্বামী। আমার মনে হয়, ওঁর আত্মা শান্তি পাবে এবার। এখন আমার যা অবস্থা, কোনওকিছুই শান্তি দিতে পারবে না। সরকারের কাছে কৃতজ্ঞ। আমার আশা, এখান থেকে সন্ত্রাসবাদের শেষ হবে'। বললেন পহেলগাঁওয়ের হামলায় নিহত ক্যাপ্টেন বিনয় নরওয়ালের স্ত্রী।