সিনেমাতে হমেশাই নায়ক নায়িকা বা ভিলেনকে গাড়ি নিয়ে এদিক ওদিক ঢুকে পড়তে দেখা যায়। তবে এবার যা ঘটল তা কিন্তু সিনেমায় নয়, একেবারে বাস্তবের মাটিতে। Madhya Pradesh র Gwalior Railway Station একটি চাঞ্চল্যকর ঘটনা উঠে এসেছে। হঠাৎ করেই একটি গাড়ি এক নম্বর প্ল্যাটফর্মে ঢুকে পড়ে। সেই সময় আবার স্টেশনে ট্রেন দাঁড়িয়ে ছিল।