১৪ জুলাই চাঁদে রওনা দিচ্ছে চন্দ্রযান-৩। ISRO-র শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ। LVM3 ওরফে বাহুবলী রকেটের মাধ্যমে চন্দ্রযান-৩-কে মহাকাশে প্রেরণ করা হবে। চন্দ্রযান-৩-এর মডিউলের মধ্যে তিনটি অংশ রয়েছে। প্রোপালশন মডিউলা আর তার সঙ্গে যুক্ত ল্যান্ডার মডিউল। এই ল্যান্ডার মডিউলের পেটে রয়েছে রোভার বা ছোট একটি গাড়ি। ল্যান্ডার চন্দ্রপৃষ্ঠে অবতরণের পর এই রোভার একটি র্যাম্পের মাধ্যমে চাঁদের মাটিতে নেমে আসবে। এরপর তাই দিয়ে নির্দিষ্ট কিছু পরীক্ষানিরীক্ষা চালাবেন ইসরোর বিজ্ঞানীরা৷ সমস্ত কিছু পরিকল্পনামাফিক চললে আগামী ২৩ অগস্ট চাঁদের মাটিতে অবতরণ।