মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যান থেকে আরও একটি দুঃসংবাদ এসেছে। চিতা প্রকল্পে বড় ধরনের ধাক্কা লেগেছে। দক্ষিণ আফ্রিকা থেকে আনা একটি চিতা মারা গেছে। পুরুষ চিতাটির নাম উদয়। উদয়ের মৃত্যুর পর, কুনো ন্যাশনাল পার্কে মোট ১৮টি বড় চিতা আছে কুনো ন্যাশনাল পার্কের তরফ থেকে বলা হয়েছে, রবিবার সকাল ৯টার দিকে টহল দেওয়ার সময় দুই নম্বর ঘেরের কাছে পৌঁছায়। সেখানে পুরুষ চিতা উদয় অলস অবস্থায় মাথা নিচু করে বসে ছিল। দলটি যখন চিতার কাছাকাছি পৌঁছল, তখন সে উঠে দাঁড়াল এবং ঘাড় নিচু করে হাঁটতে থাকল। উদয়ের অবস্থা দেখে চিকিৎসকদের খবর দেওয়া হয়। আইসোলেশন ওয়ার্ডে চিতাটিকে স্থানান্তর করা হয়। রবিবার বিকেল ৪টাযর সময় চিতা উদয়ের মৃত্যু হয়। মৃত্যুর কারন জানার জন্য তদন্ত হবে বলে জানা গেছে