'হলফনামা দিন। নচেৎ দেশের কাছে ক্ষমা চান। ৭ দিনে হলফনামা দেওয়া না হলে সব অভিযোগ মিথ্যা'। নাম না করে রাহুল গান্ধীকে চ্যালেঞ্জ করলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তিনি বলেন,'ভোটার তালিকা দিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু পিপিটি-তে ভুল তথ্য দেওয়া হয়েছিল। হলফনামা ছাড়া এই ধরনের সংবেদনশীল বিষয় নিয়ে বলা উচিত নয়'।