বুধবার লোকসভায় ৩টি বিল পেশ করেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুরু হল হট্টগোল। বিল ছিঁড়ে শাহের দিকে ছু়ড়ে মারেন বিরোধী সাংসদরা। বিক্ষোভের জেরে দিনের মতো মুলতবি হয় লোকসভার অধিবেশন। দাগী মন্ত্রী বিল এনে বিরোধী রাজ্যগুলির মুখ্যমন্ত্রীকে সরকার হেনস্থা করতে চায় বলে অভিযোগ কংগ্রেস ও তৃণমূলের।