প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর ছত্তিশগড়। আর এই প্রাকৃতিক সৌন্দর্যের টানে ছত্তিশগড়ে পৌঁছে যায় পর্যটকরা। ছত্তিশগড়ের সৌন্দর্যের অনেককিছুর মধ্যে আছে জলপ্রপাত। ছত্তিশগড়ের দুই জলপ্রপাত চিত্রকোট ও তিরথগড়। আর এই দুই জলপ্রপাতের টানে ছুটে আসেন পর্যটকরা। বর্ষার বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠেছে এই জলপ্রপাত গুলি। আর এই সৌন্দর্য দর্শনের টানে ভিড় পর্যটকদের।