ঠিক যেন পুরো Bollywood সিনেমা। রোগী হাসপাতালে যেতেই 10 কোটি মুক্তিপণ চেয়ে বাড়িতে ফোন কর্মীদের। আর তারপরে টাকা না দেওয়ায় জানে শেষ করার হুমকি দেয় অভিযুক্তরা। তবে তাঁরা কল্পনাতেও ভাবতে পারেনি যে তাঁদের এই গোটা ষড়যন্ত্র ফাঁস হয়ে যাবে। এই ঘটনায় পুলিশ চার অপরাধীকে গ্রেপ্তার করেছে।