'২ ঘণ্টা ১৩ মিনিট ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী। একদম শেষে মাত্র ২ মিনিট মণিপুর নিয়ে কথা বলেছেন। মাসখানেক ধরে জ্বলছে মণিপুর। মানুষ মারা যাচ্ছে। ধর্ষণের ঘটনা ঘটছে। দেখবেন, প্রধানমন্ত্রী রসিকতা করেছিলেন। এটা তাঁকে শোভা দেয় না। শুক্রবার একটি সাংবাদিক বৈঠকে এভাবেই প্রধানমন্ত্রীকে আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। পাশাপাশি সেনাবাহিনীকে হিংসা দমনে কাজে লাগানো হচ্ছে না বলেও অভিযোগ করেন রাহুল। তিনি বলেন,'চাইলে ২ দিনের মধ্যেই মণিপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে ভারতীয় সেনাবাহিনী। কিন্তু প্রধানমন্ত্রী আগুন নেভাতে রাজি হননি। তিনি মণিপুরকে পুড়িয়ে ফেলতে চান।'