হাতে বাঁধা বেড়ি, পায়ে রয়েছে শিকল। অবৈধ ভারতীয়দের ঠিক এভাবেই বিমানে ফেরত পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যে ঘটনার পর কেন্দ্রীয় সরককে একের পর এক নিশানা করে চলছে বিরোধীরা। বাদ গেলেন না কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীও। এদিন তিনি প্রশ্ন তোলেন, 'অনেকে কথা বলা হয়েছিল যে মোদীজি আর ট্রাম্পজি খুব ভালো বন্ধু। তাহলে মোদীজি কেন এটা হতে দিলেন? হাতকড়া এবং পায়ে শিকল পরিয়ে কি বহিষ্কার করা উচিত? এটা কি কোনও পদ্ধতি? প্রধানমন্ত্রীর জবাব দেওয়া উচিত'।