ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ । বৃহস্পতিবার বিকেলে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ সৌরাষ্ট্র ও কচ্ছ এবং তৎসংলগ্ন পাকিস্তান উপকূল অতিক্রম করবে মান্ডভি ও করাচি জাখাউ বন্দরের কাছে। অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের প্রভাবে তছনছ হয়ে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল। সেই আশঙ্কাতে আগেভাগেই প্রস্তুতি নিতে শুরু করেছিল গুজরাট সরকার । সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকারও। আই এম ডির ডিরেক্টর ডাঃ মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন সমুদ্রের জল ২ থেকে ৩ মিটার ফুলে উঠবে। পোরবন্দর ও দ্বারকায় প্রবল বেগে বাতাস ও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই সমুদ্রে জলোচ্ছাস দেখা গেছে। উপকূল এলাকা থেকে প্রায় ৫০ হাজার স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। মুম্বই শহরও সতর্ক রয়েছে। আরব সাগর ঘূর্ণিঝড় আসার আগে থেকেই ফুঁসছে। সমস্ত কিছু মোকাবিলায় তৈরি রয়েছে ভারতীয় সেনা।