যে গতিতে উপকূলের দিকে এগিয়ে চলেছে ঘূর্ণিঝড় মন্থা (Cyclone Montha), তাতে আজই রাতের দিকে ল্যান্ডফলের সম্ভাবনাই প্রবল। যখন এই ঝড় উপকূলে ঢুকবে, তখন এর সর্বোচ্চ গতিবেগ হয়ে যাবে ১১০ কিমি প্রতি ঘণ্টা। আজ অর্থাত্ মঙ্গলবার রাতেই সম্ভবত অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ার কাছে ল্যান্ডফল করবে। ইতিমধ্যেই ঝোড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়ে গিয়েছে।