বাংলায় যখন ঝড়-বৃষ্টি চলছে, তখন তীব্র গরমে ফেটে চৌ চিড় উত্তর ভারত। সেখানকার প্রায় বেশিরভাগ এলাকাতেই তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, তাপমাত্রা কমার কোনও নাম গন্ধ নেই। আর তাপপ্রবাহের কারণে অসুস্থ হয়ে পড়েছে বহু মানুষ। শুধুমাত্র মঙ্গলবারই গাজিয়াবাদের সরকারি হাসপাতালগুলিতে প্রায় এগারোশো মানুষ ভিসিট করেছেন। তাঁদের মধ্যে একশোর বেশি মানুষের অবস্থা এতটাই খারাপ যে তাঁদের ভর্তি নেওয়া হয়েছে। বিশেষ করে উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান-সহ বিভিন্ন রাজ্যে সূর্যের তাপ প্রখর। তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর সেই গরমে মানুষের প্রাণ একেবারে ওষ্ঠাগত। মঙ্গলবার পরিস্থিতি এমন হয় যে গাজিয়াবাদের সরকারি হাসপাতালগুলির সঙ্গে সঙ্গে বেসরকারী হাসপাতালগুলোতে হিট স্ট্রোক এবং ডায়েরিয়ার সমস্যা নিয়ে রোগীরা ভিড় করেন। লাইনে দাঁড়াতে গিয়ে অনেকেই মাথা ঘুরে পরে যান। এই পরিস্থিতিতে চিকিৎসকেরা বলছেন, আমাদের শরীর যখন অতিরিক্ত গরম হয়ে যায় এবং সেই তাপ যখন শরীর থেকে বেরোতে পারে না, তখন হিট স্ট্রোক হয়। আর এই তাপমাত্রা না কমলে মৃত্যু হওয়ার সম্ভাবনাও থাকে। এই তাপপ্রবাহে মানুষের হিট স্ট্রোক বা সান স্ট্রোকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। পরিস্থিতি বিচার বিবেচনা করে প্রশাসনের তরফে গাজিয়াবাদের বিভিন্ন রাস্তার পাশে জলের ট্যাঙ্ক রাখা হয়েছে। একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন মানুষকে জল খাওয়ানোর কাজে রাস্তায় নেমেছে। তবুও অসুস্থ হয়ে পড়া আটকানো যাচ্ছে না। বেলা 12টা থেকে দুপুর 3টে পর্যন্ত একান্ত প্রয়োজন ছাড়া বাইরে বেরোতে নিষেধ করছে গাজিয়াবাদ প্রশাসন।