ঝাঁ চকচকে নয়া ফ্লাই ওভার। স্থানীয় মানুষের সুবিধার্থেই পরিকল্পনা করা হয়েছিল ওই ফ্লাইওভারটি। কিন্তু কিছুদিন পর থেকেই শুরু হয় জোর চর্চা। ঘটনাস্থল মধ্যপ্রদেশের ভোপাল। সেখানকার একটি ওভার ব্রিজের ৮৮ ডিগ্রি বাংক নিয়ে শুরু হয় চর্চা। ফ্লাইওভারটি শুধু চর্চাই নয়, বিভিন্ন জায়গায় উপহাসও শুরু হয়।এবার সেই বিষয়ে বড় আপডেট। পরিবর্তিত হতে চলেছে ওই ফ্লাইওভারের ডিজাইন। রেলওয়ে যে অতির্কিত জমি দেবে, তাতেই পরিবর্তন করা হবে ডিজইন। ইতিমধ্যেই মেজারমেন্টের কাজ শুরু হয়েছে।