হোলির আগে থেকেই মথুরার দ্বারকাধীশ মন্দিরে শুরু হয়েছে হোলাষ্টক। এই উপলক্ষ্যে মন্দিরে বিপুল সংখ্যক ভক্তরা এসেছিলেন। মন্দিরের পুরোহিতরা সোনার প্রলেপ দেওয়া পিচকারি ব্যবহার করে রঙিন জল দিয়ে ভক্তদের বর্ষণ করেন। মথুরার হোলি উৎসবগুলি বিখ্যাত, দেশ জুড়ে এমনকি বিদেশ থেকেও মানুষরা আসেন এখানে। ২৫ শে মার্চ হোলি পালিত হওয়ার সঙ্গে সঙ্গে ভক্তদের সংখ্যা বৃদ্ধির প্রত্যাশা করছেন।