বলিউড অভিনেত্রী দিশা পাটানির বরেলির বাড়িতে ভোর সাড়ে ৪টেয় গুলি! বাইকে চড়়ে দুই ব্যক্তি দিল্লি-লখনউ হাইওয়ে দিয়ে পালিয়ে যাওয়ার আগে একাধিক রাউন্ড গুলিবর্ষণ করে। কোনও হতাহতের খবর নেই সোশ্যাল মিডিয়া পোস্ট দায় স্বীকার করেছে গোল্ডি ব্রার গ্যাং। দিশার বোন খুশবু পাটানি হিন্দু সন্ত অনিরুদ্ধাচার্য এবং প্রেমানন্দ মহারাজের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছেন বলে অভিযোগ করেছেন বলে তাদের দাবি।