প্রত্যেক বাবা-মায়েরই স্বপ্ন থাকে, ছেলেমেয়েরা ভাল স্কুলে পড়বে। নুন আনতে পান্তা ফুরোনো পরিবারেও লক্ষ্য থাকে সাধ্যের বাইরে গিয়ে সন্তানকে বড় করা। আর তারকা পরিবারের কথা তো ছাড়াই যাক। তারকাসন্তানরা পড়ে দেশ-বিদেশের সেরা স্কুলগুলিতে। ভারতেও এমন স্কুলের সংখ্যা কম নয়। তবে তার মধ্যে তারকাদের প্রথম পছন্দ অম্বানীদের স্কুল। বিলাসবহুল শিক্ষাব্যবস্থা এবং উন্নত পড়াশোনার মান একসঙ্গে পেলে আর কী চাই!