দিল্লির পথকুকুরদের নিয়ে আগের রায় বদল করল সুপ্রিম কোর্ট। আর রায় প্রকাশের পর খুশির হাওয়া কুকুরপ্রেমীদের। পথ কুকুরদের অধিকার নিয়ে রাস্তায় নেমেছিলেন তাঁরা। এখন চোখে জল তাঁদের। শুনুন কী বলছেন কুকুরপ্রেমীরা